বহরমপুরে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ৩ ডিসেম্বরঃসাত সকালে গ্রামে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সাথে সশস্ত্র সিআইএসএফ জওয়ানের বাহিনী। এই ঘটনাতেই উত্তেজনা রয়েছে বহরমপুর থানার সুন্দিপুর গ্রামে। এই গ্রামেই আইডিবিআই ব্যাঙ্কের বিজনেস করেসপনডেণট আফতাবুদ্দিন সেখ ওরফে চিনটুর বাড়িতে বৃহস্পতিবার বেলা দশটা থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দিয়েছেন। বাড়ির চারদিকে মোতায়েন করা হয়েছে সিআইএসএফ জওয়ান। অনুমান, আইডিবিআই ব্যাঙ্কের বিজনেস করেসপনডেণট আফতাবুদ্দিনের অ্যাকাউনটে বড়সড় আর্থিক লেনদেন হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকজন আইডিবিআই ব্যাঙ্কের সুন্ধিপুর শাখার ম্যানেজার সায়ন্তন সরকারকে নিয়ে ব্যাঙ্কের পাশেই আফতাবুদ্দিনের বাড়িতে প্রায় দু ঘণ্টার বেশি সময় ধরে নথিপ্ত্র খতিয়ে দেখে তল্লাশি চালাচ্ছেন। এর আগে তারা ব্যাঙ্কে গিয়ে সেখান থেকেও নথিপত্র পরীক্ষা করেন। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। আফতাবুদ্দিনের বোন তাঁর ভাইকে নির্দোষ বলে দাবি করেন। এলাকা জুড়ে তীব্র উত্তেজনা রয়েছে।