এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

বহরমপুরে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেই পৌরভোটের প্রস্তুতি শুরু তৃণমূলের

Published on: October 21, 2021

বহরমপুরে বিজয়া সম্মিলনীর  মঞ্চ  থেকেই পৌরভোটের প্রস্তুতি শুরু করে দিল  তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বহরমপুরে নাড়ু গোপাল মুখোপাধ্যায়ের  উদ্যোগে সভা হয়। বহরমপুর বিধানসভায়  হেরেছে তৃণমূল কংগ্রেস। জিতেছে বিজেপি। সেই কথা মাথাই রেখেই আগেভাগেই পৌর ভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। এদিন সভায় মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভানেত্রী শাওনী সিংহ রায় বলেন, বহরমপুরবাসীর কাছে হাতজোড় করে অনুরোধ, উন্নয়নের পাশে থাকুন, নাড়ু গোপালের পাশে থাকুন।

পৌরসভা ভোটে বিজয়ের পর আবার মিষ্টিমুখ হবে বলেন শাওনী। শাওনী    অভিযোগ করেন, বহরমপুরে বিজেপি’কে হারানোর জন্য আপোস করেছে কংগ্রেস ও বিজেপি।

শাওনী বলেন,  আমার দূর্গা সবাই কথা দিয়েছিলো পুজোর পরে সবার অ্যাকাউন্টে   টাকা ঢুকবে | অনেকেরই ঢুকেছে | আগামী পৌর নির্বাচনে এই বহরমপুর শহর ও মমতাময় হবে | আমরা প্রচুর উপহার পাচ্ছি | সবার কাছে বিভিন্ন প্রকল্প | এবার আমাদের ফিরিয়ে দিতে হবে।

শহরের মানুষের শুভ চেতনা হোক, এদিনের সভায় চাইলেন শাওনী। সভায় শাওনী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একঝাঁক নেতৃত্ব।

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now