বহরমপুরে বাম মিছিলে নেই কংগ্রেস

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২৭ জানুয়ারিঃ বহরমপুরে বাম মিছিলে ডাক পেল না কংগ্রেস। বুধবার বামফ্রন্টের সাথে মিছিলে পা মেলালেন বামফ্রন্টের বাইরে থাকা সিপিআই(এমএল) লিবারেশন দল।
রাজ্যে যখন চলছে আসন সমঝোতা নিয়ে দফায় দফায় বৈঠক সেই রকম সময়ে মুর্শিদাবাদে এই মিছিল উসকে দিচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ।
এদিন সর্বশক্তি দিয়েই মিছিলে জমায়েত করে সিপিআই(এম) সহ বামদলগুলি। শহরে দীর্ঘদিন দেখা যায় নি এত বড়ো বাম মিছিল। মিছিল থেকে তৃণমূল এবং বিজেপি’র বিরুদ্ধে সুর চড়ান বাম নেতারা।
কংগ্রেস কেন নেই প্রশ্নে জেলা সিপিআই(এম)’এর সম্পাদক নৃপেন চৌধুরী বলেন, এটা বামপন্থীদের স্বাধীন কর্মসূচি বলেই কংগ্রেস এখানে নেই। এর সাথে জোট নিয়ে কোন সমস্যার প্রশ্ন উড়িয়ে দিয়েছেন বর্ষীয়ান বাম নেতা। কংগ্রেস নেতৃত্বও আসন সমঝোতাকে দূরে সরিয়ে আপাতত স্বাধীন কর্মসূচিকেই প্রাধান্য দিচ্ছেন।
তবে স্বাধীন কর্মসূচিকে আসলে নিজেদের শক্তিপরীক্ষার মাধ্যম হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। মিছিলে লোক বাড়িয়ে আসন নিয়ে দরকষাকষিতে সুবিধা করে নিতে চাইছে দুই দল। অন্যদিকে জেলায় দীর্ঘদিনের জুজুধান দুই পক্ষের মধ্যে আদৌ রফা সম্ভব কিনে উঠছে প্রশ্ন।