বহরমপুরে পুজোয় বুকস্টলে বামেরা, মানুষ আসছে, দাবি নেতাদের

Published By: Madhyabanga News | Published On:

দেবনীল সরকারঃ  নবমীর সন্ধ্যায় শহর ভিজেছে দু’পশলা বৃষ্টিতে। তবে বিরাম নেই মানুষের ঢলের। রাস্তায় উপচে পড়েছে ভিড়। মূল আকর্ষন ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, খাওয়াদাওয়া। কিন্তু চিরাচরিত ভাবে পুজোর বাজারে শহরের ভিড় রাস্তার মোড়ে বসেছে বুক স্টল। বামেদের বুক স্টল। গোরাবাজার নিমতলার মোড়ে বসেছে সিপিআই(এম)’এর ছাত্রযুব সংগঠন  এস.এফ.আই, ডি.ওয়াই.এফ.আই এর বুক স্টল সেখানে বিক্রি হচ্ছে হাজার রকমের বই। শুধু কমিউনিস্ট ইস্তাহার, পার্টির দলিল নয়;  আছে অমর্ত্য সেনের “জগৎ বাড়ি” থেকে রোমিলা থাপার, ইরফান হাবিবদের বই।

এসইউসিআই-এর বুক স্টল

বই হল একটা ডকুমেন্ট। যে ডকুমেন্টই একমাত্র ভরসা একটা ভালো সমাজে উত্তীর্ণ হবার জন্য, তাই বই এর পসরা সাজিয়ে বসেছেন কর্মী সমর্থকরা। পাঞ্জাবি পরে সেজেগুজে এসে বসেছেন স্টলে পুজোর কদিন এখানেই ‌ তাঁদের সব আনন্দ। এস.ইউ.সি.আই পার্টিও স্টল দিয়েছে ঠিক তার পাশেই। সেখানে রয়েছেন পার্টির কর্মীরা। বিক্রি হচ্ছে বই। বেড়িয়েছে ‘ পথিকৃৎ ’ এর অক্টোবর সংখ্যা। বিক্রিও ভালোই হচ্ছে। পার্টির সদস্য মাহফুজ আলম বলেন, “ পুজোর চারদিন সব মিলিয়ে প্রায় হাজার দশেক টাকার বই বিক্রি হয়।” বই বিক্রির মাধ্যমে আসলে একটা রাস্তার অনুসন্ধান দিতে চান তাঁরা। বই পড়া ও বই বিক্রির মধ্যে দিয়ে পুজোর মধ্যেও কীভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় সেকথাই বলছেন  তাঁরা।

বুক স্টলে বই। ছবিঃ ময়ূরেশ রায়চৌধুরী

ক্লাস নাইনের খুদে সমর্থক সৃজন সেন। বাড়ি থেকে নতুন জামা কাপড় পড়ে সোজা এসে ঢুকেছে বুক স্টলে। বইগুলি তাকে গুছিয়ে রাখা। বৃষ্টির জল যাতে বই এ না পরে, কে কোন বই দেখতে চায় খেয়াল রাখছে, বই বিক্রি করছে সে। পুজোর সন্ধ্যায় বুক স্টলেই কেন? জিজ্ঞেস করায় সে বলে, একেবারে ছেলেবেলা থেকেই আমি বামপন্থী মতাদর্শে আকর্ষণ অনুভব করি। আমি মনে করি, পুজোতে বন্ধু-বান্ধবীদের সাথে ঘোরার পাশাপাশি সমানভাবে জরুরি হল পার্টির বুক স্টলে বসা – বই পড়া, অন্যদেরও পড়তে উৎসাহিত করা। যা আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্ম হিসেবে এটা আমাদের দায়িত্ব।

এসএফআই-ডিওয়াইএফআই-এর স্টলে বই সাজাচ্ছেন কর্মী সমর্থকরা। ছবিঃ ময়ূরেশ রায়চৌধুরী

বুকস্টলে দেদার খাটছেন স্বর্ণময়ীর বাসিন্দা সুশান্ত দাসও। নিজের ছোট ব্যবসা আছে। সেই কাজ গুটিয়ে বিকেলেই হাজির হচ্ছেন বুক স্টলে সঙ্গত দিচ্ছেছেন বাকিদের।

ডিওয়াইএফআই’এর জেলা সম্পাদক সন্দীপন দাস বুকস্টলে বসেই জানাচ্ছেন, বিগত কয়েক বছরের তুলনায় মানুষের আগ্রহ বেড়েছে। আমরা এতোদিন ধরে যে কথা বলছিলাম। দুর্নীতির এই ছবি  মানুষের সামনে আজ প্রকট। তাই স্টলে এসে আমাদের সাথে কথা বলছেন অনেকে। নতুন করে যোগাযোগ তৈরী হচ্ছে। জানাচ্ছেন, ভালো বিক্রি হচ্ছে বইও।