বহরমপুরে পুকুর ভরাট নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

Published By: Madhyabanga News | Published On:

বহরমপুরে পুকুর ভরাট নিয়ে এবার মামলা হল কলকাতা হাইকোর্টে Kolkata High Court । রাজ্যে অবাধে পুকুর ভরাট বন্ধ করতে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গড়ার আবেদন করা হল। বহরমপুর শহরের মধ্যে একটি পুকুর ভরাট নিয়ে আবেদন করা হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাকারীর  দাবি, শহরের ভেতর ওই পুকুর বুজিয়ে ফেলা হচ্ছে বেআইনী ভাবে। পুকুর বোজালে ক্ষতি হবে পরিবেশের।

মামলাকারীদের দাবি, জলাভূমি ভরাট বিষয়ে তদন্ত করতে হাই পাওয়ার কমিটি গড়তে পারে রাজ্য সরকার। কিন্তু জলাভূমি ভরাটের অভিযোগ উঠলেও  সেই রকম কোন কমিটি গঠন করা হচ্ছে না।

আজ প্রধান বিচারপতির  বেঞ্চে মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়। আইনজীবী শ্রীজীব চক্রবর্তী মামলার দ্রুত শুনানির আর্জি জানান।  তবে বহরমপুর পৌরসভার পক্ষে উপস্থিত  আইনজীবি অরিন্দম দাস আদালতে আশ্বস্ত করেন, এই বিষয়ে পদক্ষেপ নেবে বহরমপুর পৌরসভা।

পুকুর ভরাট নিয়ে আদালতের দ্বারস্থ  হওয়া আইনজীবির দাবি, রাতের অন্ধকারে পুকুর ভরাট করার চেষ্টা হচ্ছে। পুকুর বোজানোর জন্য ফেলা হচ্ছে জঞ্জাল। ৭ ডিসেম্বর ওই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে  ।