বহরমপুরে দোকান, টোটো থেকে টাকা নিচ্ছে পৌরসভা, অনিয়মের অভিযোগ বিজেপি’র BJP berhampore deputation

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বহরমপুর শহরে টোটো চালক, দোকানদারদের কাছ থেকে দৈনিক ১০ থেকে ২০ টাকা নেবে বলে ঘোষণা করেছে বহরমপুর পৌরসভা। চলছে অর্থসংগ্রহের কাজ। এবার এইভাবে টাকা নেওয়া নিয়ে আপত্তি জানাল বিজেপি । বিজেপি’র দাবি, এইভাবে টোটো চালক, দোকান মালিকদের কাছ থেকে টাকা নেওয়া যাবে না। বিজেপি’র দাবি ভাঙা যাবে না রাস্তার ফুটপাতের ছোট ব্যবসায়ীদের দোকানও। এই সমস্ত দাবি নিয়ে বহরমপুরে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিন বিজেপি। মঙ্গলবার দুপুরে স্মারকলিপি প্রদানের পাশাপাশি রবীন্দ্রসদন মোড়ে শ্যামাপ্রসাদের মূর্তিত নীচে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা । এদিন বিক্ষোভে সামিল হন বিজেপির মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি শাখারভ সরকার সহ জেলা বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে এখনও পৌরসভা বা তৃণমূল কংগ্রেসের কোন প্রতিক্রিয়া মেলেনি।