বহরমপুরে দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া, উৎসাহ দিলেন দাবার চালে Dibyendu Barua Indian chess Grandmaster inspires Berhampore Chess players 

Published By: Madhyabanga News | Published On:

বহরমপুরে এসে দাবার চালে উৎসাহ দিলেন দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া ।  কারও বয়স ৮ তো কারও বয়স ১৫, কেউ সদ্য ৫০ পেরিয়েছেন। তাদের নিয়েই বৃহস্পতিবার বহরমপুরে হয়ে গেল এক দাবা প্রদর্শনী। Murshidabad Chess Association এর উদ্যোগে এদিন এই প্রদর্শনী হয়। উপস্থিত ছিলেন  গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া।

অনেকেই বলেন,  হারিয়ে গিয়েছে দাবা। কিন্তু এদিন বহরমপুরে দেখা গেল অন্য ছবি । চেস বোর্ডের সামনে বসে আছেন সব বয়সের দাবাড়ুরা । আর তাদের সঙ্গ দিচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। এদিন শহর বহরমপুরে দাবা খেলার এই আসরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও ।

শহর থেকে গ্রাম, জেলায় জেলায় দাবা খেলার প্রসার ঘটুক, প্রতিভাবান খেলোয়াররা সুযোগ পাক- সেই উদ্দ্যেশ্যেই এই আয়োজনে বলে জানান   উদ্যোক্তারা।

আগামী দিনেও দাবা খেলায় মুর্শিদাবাদকে বিশ্বের দরবারে নিয়ে যেতে চান আয়োজকরা। এদিন মোট ২০ জন দাবা খেলায় অংশ নেন। নতুন চাল শেখার ক্ষেত্রে আগ্রহী সকলেই।