বহরমপুরে দাবার আসর। শুরু মগজাস্ত্রের লড়াই

Published By: Madhyabanga News | Published On:

দেবনীল সরকার,  বহরমপুরঃ  আঙুলের চালে সরল মন্ত্রী, হাতি, ঘোড়া, সেনা । টানটান উত্তেজনা। যেন পলক পড়ে না।  মন্ত্রীর দিকে এগিয়ে দিলেন সেনা। সামনা সামনি এল গজ আর নৌকা।   বুঝতেই পারছেন, যুদ্ধক্ষেত্র না। কেউ দেখলেন ঘড়ি। কেউ চোখ স্থির রাখলেন সাদা কালো ছকে। বহরমপুরে শুরু হল মগজাস্ত্রের লড়াই। বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলে রবিবার সূচনা  হল আন্তঃ জেলা দাবা প্রতিযোগিতার । মুর্শিদাবাদ চেজ অ্যাসোসিয়েশনের পরিচালনায় জেলার দাবারুদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। প্রাচীন এই স্কুলের পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ার শীতাতপ নিয়ন্ত্রিত হলে দাবার চালে মেতেছেন   দাবারুরা। সেখানে আট থেকে আশি বছরের দাবারুরা এদিন মুখোমুখি দাবা খেলতে বসেন ।

দাবার বোর্ডে টানটান উত্তেজনা। ছবিঃ শুভরাজ সরকার।

 

জেলার দাবারুদের এই প্রতিযোগিতা নিয়ে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এদিন আয়োজক সংস্থার পক্ষে জানানো হয় জেলায় দাবা নিয়ে উচ্ছ্বাস বাড়ছে। মুর্শিদাবাদ চেস অ্যাসোসিয়েশন সম্পাদক শুভ্র ব্যানার্জি   বলেন, দাবা নিয়ে আগ্রহ বাড়ছে মুর্শিদাবাদে। আধুনিক স্ট্র্যাটেজি নিয়ে ভাবছেন দাবাড়ুরা। সেই সব নিয়েই চর্চা চলবে প্রতিযোগিতায়। আগামী দিনে জেলায় অল বেঙ্গল টুর্নামেন্ট, রেটিং টুর্নামেন্ট করার পরিকল্পনা হবে   ।  সোমবারও এই প্রতিযোগিতা চলবে কৃষ্ণনাথ কলেজ স্কুলে। সংস্থা সূত্রে জানা যায়, প্রতিদিন চার রাউন্ডে দাবা খেলা হবে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সোমবার চুড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।