বহরমপুরে দাপট করোনার তাতেও কি ফিরছে হুঁশ

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ মুর্শিদাবাদ জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সদর শহর বহরমপুরের পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগজনক। শুক্রবার বহরমপুরে ২১ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। করোনা আক্রান্তের সংখ্যা এভাবে বেড়ে চলায় চরম উদ্বেগে রয়েছেন বহরমপুরের বাসিন্দারা। ক্রমশ বেড়ে চলা করোনা আবহের মধ্যেই সামাজিক দূরত্ব বিধি ভেঙেই বহরমপুরে চলছে রাজনৈতিক সভা সমাবেশ। কতটা ভয়াবহ হতে পারে এর ফল? করোনা সংক্রমণ থেকে বাঁচতে যেখানে বার বার সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক ব্যবহারে ওপর গুরত্ব দেওয়া হচ্ছে- সেখানে এমন দায়িত্বজ্ঞ্যানহীনতার নজির। আম জনতার কি অভিমত?

হচ্ছে সাপ্তাহিক লকডাউন, কিন্তু লকডাউনের আগে ও পরে কোন ভাবেই ভিড় জমায়েত কমানো যাচ্ছে না। আর তাতেই সংক্রমণের ভয় আরও প্রকোপ হচ্ছে। সময় থাকতে সচেতন না হলে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যাবে- সেটাই এখন সবচেয়ে উদ্বেগের বিষয়।