বহরমপুরে দাপট করোনার – আমজনতা কি বলছেন?

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ বহরমপুর শহরে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। উদ্বেগজনক পরিস্থিতিতে সাধারন মানুষের মনে বাড়ছে উৎকণ্ঠা আর আতঙ্ক। একদিকে যেমন মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে সচেতন হয়েছেন অনেকেই, কিছু ক্ষেত্রে আবার দেখা দিচ্ছে উদাসীনতার ছবিও। তবে- প্রত্যেকেই চাইছেন করোনা থেকে মুক্তি। কিন্তু মুক্তি মিলবে কবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী- শহরে সংক্রমণ বাড়ার কারণ কি? তাহলে কি অসতর্কতাই কাল। আম জনতা কি বলছেন? করোনা সংক্রমণ ঠেকাতে কতটা তৎপর এ শহর?

বহরমপুর থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ