বহরমপুরে তুষারপাত, দেখা মিলল পেঙ্গুইনের Berhampore Merry Christmas

Published By: Madhyabanga News | Published On:

বরফে  ঢাকা চারপাশ, দেখা যাচ্ছে একঝাঁক পেঙ্গুইন। রয়েছে ইগলুও । ইগলুর  সামনের রাস্তা ঢাকা তুষারপাতে। কিছুটা এগলে বাচ্ছার সাথে বসে রয়েছে শ্বেতভল্লুক ।  আপনি ভাবতেই পারেন চলে এসেছেন এন্টাকির্টকায় । কিন্তু না আপনি আসলে বড়দিনের বহরমপুরে। বড়দিনের অপেক্ষায় মিনি আনটার্টিকা হয়ে উঠেছে বহরমপুর ওয়াইএমএ মাঠ লাগোয়া ক্যাথলিক চার্চ Catholic Church।

বড়দিনে ইগুলু , তুষারপাত, পেঙ্গুইনে সেজেছে বহরমপুর। ২৫ ডিসেম্বর বিকেল থেকেই “আইস ল্যান্ড” দেখতে ভিড় জমালেন শহরের মানুষ .

২৪ শে ডিসেম্বর বিকেল থেকে শুরু হয় বিশেষ প্রার্থনা। প্রার্থনার মধ্য দিয়ে হয় যীশু স্মরণ। আলোর মালায় সাজিয়ে তোলা হয় চারপাশ। বিগত দু বছর করোনার ধাক্কায় ম্লান হয় বড়দিন উদযাপন। এবছর ছবিটা পাল্টেছে। আগের মতোই বড়দিনের আনন্দে মেতে উঠেছেন বহরমপুরবাসী।

মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা হয়। এর সাথেই থাকে বড়দিনের কেকের সম্ভার। দেওয়া হয় স্টল। দর্শনার্থীদের সমাগমে, বড়দিন উদযাপনে খুশি আয়োজকেরা।