বহরমপুরে তিন কন্যার ছবি

Published By: Madhyabanga News | Published On:

ডিসেম্বরের শীত মরশুমে শহর বহরমপুর এবার ‘ তিন কন্যা ‘ র ভাবনার রঙে সাজতে চলেছে ।
‘ তিনকন্যা ‘ র সৃষ্টিশীলতার সম্ভার নিয়ে প্যাপিলিও পেন্টারস আর্ট গ্যালারিতে এক পেইন্টিং এবং ড্রইং প্রদর্শনী হতে চলেছে আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ।

তিন কন্যা অর্থাৎ মধুমিতা সেনগুপ্ত , অদিতি মৈত্র এবং তনুরিমা ধর এই তিনজনেই চিত্রশিল্পী , যাঁদের একাধিক চিত্রপ্রদর্শনী ইতিমধ্যে বিভিন্ন আর্ট গ্যালারিতে প্রদর্শিত হলেও বহরমপুরের প্যাপিলিও আর্ট গ্যালারিতে এই প্রথম তাঁরা তাঁদের শিল্পকীর্তি  নিয়ে বহরমপুর বাসিকে এক শৈল্পিক মনোরঞ্জনের স্বাদ দিতে চলেছেন।

গত দু’বছর যাবৎ কোভিড অতিমারির দম বন্ধ করা দিনগুলির আতঙ্ক কিছুটা হলেও ফিকে হয়েছে বলা যায় । এমত অবস্থায় ‘ তিনকন্যা ‘ র এই চিত্র প্রদর্শনী, উৎসব মরশুমে শীতের আমেজ মেখে শীতকালীন উৎসবের এক সূচনা পর্ব মনে হতেও পারে । বাড়তি পাওনা হিসেবে , ২০ ডিসেম্বর প্রদর্শনীর উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মিশনের স্বামী বিশ্বময়ানন্দ মহারাজ , জাস্টিস মলয় সেনগুপ্ত প্রমুখ।