বহরমপুরে ডিআই অফিসে সিআইডি, শিক্ষা ভবনে গোয়েন্দারা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ নিয়োগ দুর্নীতি নিয়ে এবার বহমপুরে ডিআই অফিসে এলেন সিআইডি’র দল। শনিবার সকালে  নিয়োগ দুর্নীতির তদন্তে বহরমপুরে ডিআই অফিসে এলেন সিআইডি’র আধিকারিকরা। শনিবার সকালে ডিআই অফিসে আসেন সিআইডি’র তিন সদস্যের দল। আশীষ তিওয়ারি, গোথা এ আর হাইস্কুলের প্রধান শিক্ষক ।  তার বিরুদ্ধে অভিযোগ অন্যের ডকুমেন্ট জালিয়াতি করে  ছেলে অনিমেষ তিওয়ারিকে নিজের স্কুলেই শিক্ষকতার সুযোগ করে দিয়েছেন। সুতির গোথা হাইস্কুলে শিক্ষক নিয়োগে অনিয়মের ঘটনা সামনে আসায়  সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এদিন ডিআই অফিসে  তলব করা হয়েছে মুর্শিদাবাদের প্রাক্তন ডিআই পুরবী দে বিশ্বাস, বর্তমান ডিআই অমর কুমার শীলকে। যে শিক্ষকের এপয়েন্টমেন্ট লেটার জালিয়াতি করে চাকরি করছিলেন অনিমেষ তেওয়ারী। সেই শিক্ষককেও  তলব করেছে সিআইডি। ডিআই দপ্তরে   এসেছেন গোথা হাই স্কুলের পরিচালন সমতির সভাপতিও। এর আগেই ১৯ তারিখ স্কুলের প্রধান শিক্ষকের নামে সুতি থানায় দায়ের হয়েছে এফআইআর।   এফআইআর করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষক ও তাঁর ছেলের নামেও। এদিন পৌনে চারটে নাগাদ ডিআই অফিসে পৌঁছান এসএস সিআইডি অনীশ সরকার।