বহরমপুরে জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি পুড়িয়ে বিক্ষোভ বিজেপির

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অপসারণের দাবীতে বহরমপুরে বুধবার দুপুরে পথে নেমে বিক্ষোভ দেখাল বহরমপুর সাংগঠনিক জেলা যুব মোর্চা।  বিজেপি নেতা কর্মীদের সঙ্গে মিছিলে পা মেলান মুর্শিদাবাদ উত্তরের জেলা সভাপতি শাখারভ সরকার, যুব মোর্চার সভাপতি কৌশিক রায় সহ বিজেপি নেতা কর্মীরা। রেশন দুর্নীতি কাণ্ডে ইডি হেফাজতে রয়েছেন জ্যোতিপ্রিয়। বিভিন্ন জায়গায় চলছে ইডি তল্লাশিও। ইডি হেফাজতে থাকলেও এখনও জ্যোতিপ্রিয় রাজ্য মন্ত্রীসভায় রয়েছেন। অবিলম্বে তাঁকে মন্ত্রীসভা থেকে অপসারণের দাবীতে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে বিজেপি।  এদিন বিজেপি কার্যালয় থেকে শুরু হয় মিছিল। বহরমপুরের বিভিন্ন এলাকা পরিক্রমার পর টেক্সটাইল কলেজ মোড়ে শেষ হয়। মিছিল শেষে বনমন্ত্রীর ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা।