বহরমপুরে জলাভুমি রক্ষার অনশনে ‘বাধা’, আজ মিছিলের ডাক পরিবেশকর্মীদের

Published By: Madhyabanga News | Published On:

বুধবার বহরমপুরে পরিবেশকর্মীদের অনশন কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে ফের রাস্তায় নামবেন পরিবেশকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে পথসভা ও  মিছিল করবেন বলে জানান  পরিবেশকর্মীরা । পরিবেশকর্মী ছাড়াও শহরের সাংস্কৃতিক ক্ষেত্রের সাথে যুক্ত মানুষেরা এদিন মিছিলে হাঁটবেন বলে জানা গিয়েছে।

বুধবারের ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছেন নেট নাগরিকরা।  বুধবার বহরমপুরে গান্ধীমূর্তির পাদদেশ থেকে অনশকারীদের আটক করে  পুলিশ।

বিকেলে ছেড়েও দেওয়া হয় আন্দোনকারীদের।  সকাল থেকে রিলে অনশন  ও অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন পরিবেশকর্মীরা। শামিল হয়েছিলেন শহরের শিক্ষক, শিল্পী সহ বিশিষ্টজনেরাও।   বিশিষ্টজনেরা প্রত্যেকেই উদ্বিগ্ন জলাভূমি নির্বিচারে ভরাট নিয়ে। জলাভূমি ভরাট বন্ধের দাবিতে এদিন রিলে অনশন শুরু হয় জলাভূমি রক্ষা কমিটির ডাকে। বহরমপুরের মহকুমা শাসকের  নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে আন্দোলনকারীদের অনশন ও অবস্থান মঞ্চ থেকে আটক করে । বিকেলে ছাড়া পেয়েছেন ২৬ জন। পরিবেশকর্মীরা জানান, দুপুর ৩ টে নাগাদ বহরমপুর টেক্সটাইল মোড়ে প্রতিবাদ কর্মসূচি শুরু হবে।