১৯৪৬ সালে স্থাপিত বহরমপুর গার্লস কলেজ জেলার শিক্ষা মানচিত্রে এক গুরুত্বপুর্ণ কেন্দ্র। এই কলেজ থেকে পাশ করেছেন বহু কৃতী ছাত্রী। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর এই কলেজে যারা ভর্তি হতে চাইছেন তারা কলেজের ওয়েবসাইট http://berhamporegirlscollege.in/- এর ফর্ম ফিলাপ করতে পারবেন ।
অনার্সে ভর্তির নিয়মঃ ১) সামগ্রিক ভাবে ৪৫ শতাংশের বেশি নম্বর থাকলে এবং নির্দিষ্ট বিষয়ে ৫৫ শতাংশের বেশি নম্বর থাকতে হবে। কিম্বা সামগ্রিক ভাবে ৫০ শতাংশের বেশি নম্বর থাকলে এবং নির্দিষ্ট বিষয়ে ৪৫ শতাংশের বেশি নম্বর থাকলেও ভর্তির আবেদন করা যাবে। যে বিষয়ে অনার্স পড়ার জন্য আবেদন করা হচ্ছে সেটি উচ্চমাধ্যমিক স্তরে না থাকলে মোট নম্বরের ৫৫ শতাংশের বেশি পেতে হবে।
২)মোট নম্বর হিসেবের সময় পরিবেশ বিদ্যা বাদ রেখে পাঁচটি বিষয়ের নম্বর যোগ হবে।
অনলাইন দরখাস্ত করবেন কবে ? ২ আগস্ট সকাল ১০ টা থেকে অনলাইনে ভর্তির ফর্ম ফিলাপ করা যাবে। ১৯ আগস্ট পর্যন্ত চলবে ফর্ম ফিলাপ। ২১ আগস্ট সকাল ১০ টায় প্রকাশিত হবে মেরিট লিস্ট। প্রথম ফেজের ভর্তি চলবে ২৩ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত। ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ক্লাস শুরু হওয়ার কথা ১ অক্টোবর ২০২১।
দেখে নিই বহরমপুর গার্লস কলেজে কোন বিষয়ে আসন সংখ্যা কতো।
- বিষয় – মোট আসন
- বাংলা- ৬৮
- ইংরেজি- ৮২
- সংস্কৃত- ৬৯
- ইতিহাস- ৬৮
- দর্শন- ৬৮
- পলিটিকাল সায়েন্স-৬৮
- সোশিওলজি- ৫৩
- ইকোনমিক্স (বিএ) -১৫
- ফিজিক্স-৫১
- কেমিস্ট্রি-৫১
- অংক- ৭৭
- জুলজি- ৫১
- বোটানি-৫১
- ফিজিওলজি- ৫১
- এনভায়োরমেন্টাল সায়েন্স ৫১
- ভূগোল-৫১
- কম্পিউটার সায়েন্স- ২০
- ইকনমিক্স(বিএসসি)- ১৭
আসন সংখ্যার সম্পূর্ণ তথ্যাঃ http://berhamporegirlscollege.in/Intake%20Capacity%202021-2022.pdf
অন-লাইনেই করা হবে ভর্তির ফর্ম ফিলাপ। একটি ফর্মে সর্বাধিক চারটি (৪) অনার্স কোর্সের জন্য আবেদন করা যাবে। এই বছর কোন বিনামূল্যেই করা যাবে অ্যাপ্লিকেশন।