সরকারি নির্দেশ মেনে দীর্ঘদিন বন্ধ থাকার পর বহরমপুরে খুলেছে সিনেমা হল । তবে 50% দর্শক নিয়ে চলবে সিনেমা দেখানো। এই মুহূর্তে বহরমপুর শহরের অন্যতম সিনেমা হল গুলির মধ্যে মোহন টকিজ Mohan Talkies অন্যতম | উপযুক্ত পরিকাঠামো অর্থাৎ ঠিকঠাক স্যানিটাইজাশন প্রক্রিয়ার মাধ্যমে হল খোলার ব্যবস্থা করেছেন হল মালিকরা, এমনটাই জানিয়েছেন মোহন এর কর্তৃপক্ষ| পরিবেশ নিয়ে বিশেষ কোনো প্রশ্নই ওঠে না |এবং সর্বক্ষণ পরিষ্কার পরিছন্ন করেই কাজ শুরু করেছেন সিনেমা হল কর্তৃপক্ষ.
আজ মোহন টকিজ এ চলছে “রাধে :দ্য মোস্ট ওয়ান্টেড ভাই ” (দুপুর 2টো ও 6 টা ) এবং ডি কোম্পানি (A)(4:30 pm).
এছাড়াও সিলভার স্ক্রিন এও আজ থেকে সিনেমা চলবে |রয়েছে ঋত্বিক সদন, সেখানেও 50%দর্শক নিয়ে হল খোলার কথা ভাবছেন কর্তৃপক্ষ |