বহরমপুরে কাঞ্চনেই ভরসা বিজেপি’র, প্রার্থী হচ্ছেন কারা ? Berhampore BJP Candidate List

Published By: Madhyabanga News | Published On:

তৃণমূলের পথে না হেঁটে পৌরসভা ভোটে বিধায়কের উপর বরসা রাখল বিজেপি। তৃণমূল কংগ্রেস বিধায়কদের প্রার্থী না করলেও, বহরমপুরে পৌরসভা ভোটে বিজেপি প্রার্থী করল বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র ওরফে কাঞ্চনকে। কাঞ্চন দীর্ঘদিন কংগ্রেস কাউন্সিলার হিসেবে কাজও করেছেন বহরমপুর পৌরসভায়। বহরমপুরে পুরভোট নিয়ে আশাবাদি বিজেপি ভরসা রাখল কাঞ্চনে। বিজেপি ২৮ ওয়ার্ডেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

কোন ওয়ার্ডে প্রার্থী কারা ?
১ নম্বর ওয়ার্ডেঃ মল্লিকা মণ্ডল, ২ নম্বর ওয়ার্ডেঃ মধুমিতা মণ্ডল, ৩ নম্বর ওয়ার্ডেঃ পম্পা ভাস্কর , ৪ নম্বর ওয়ার্ডেঃ চন্দন মন্ডল ,
৫ নম্বর ওয়ার্ডেঃ শুভজিত বাগচী , ৬ নম্বর ওয়ার্ডেঃ রত্না ভট্টাচার্য, ৭ নম্বর ওয়ার্ডেঃ রাখী ঘোষ , ৮ নম্বর ওয়ার্ডেঃ সীমা হাজরা কর্মকার , ৯ নম্বর ওয়ার্ডেঃ সুব্রত সরকার , ১০ নম্বর ওয়ার্ডেঃ রামকৃষ্ণ মণ্ডল , ১১ নম্বর ওয়ার্ডেঃ রীতা পাল , ১২ নম্বর ওয়ার্ডেঃ কল্পনা দলুই , ১৩ নম্বর ওয়ার্ডেঃ অনির্বাণ বিশ্বাস , ১৪ নম্বর ওয়ার্ডেঃ মৌসুমী দাশগুপ্ত , ১৫ নম্বর ওয়ার্ডেঃ হরেন্দ্র নাথ হাটি , ১৬ নম্বর ওয়ার্ডেঃ সুমিত কুমার বিশ্বাস , ১৭ নম্বর ওয়ার্ডেঃ অনিতা দাস, ১৮ নম্বর ওয়ার্ডেঃ প্রদীপ সিংহ, ১৯ নম্বর ওয়ার্ডেঃ বাবু চক্রবর্তী , ২০ নম্বর ওয়ার্ডেঃ মালীয়া ঘোষ , ২১ নম্বর ওয়ার্ডেঃ অরুণাভ রায় , ২২ নম্বর ওয়ার্ডেঃ বীরেন্দ্র শেখর গুপ্ত , ২৩ নম্বর ওয়ার্ডেঃ সুতপা সরকার , ২৪ নম্বর ওয়ার্ডেঃ রাধেশ্যাম বিশ্বাস , ২ ৫ নম্বর ওয়ার্ডেঃ সুব্রত মৈত্র, কাঞ্চন , ২৬ নম্বর ওয়ার্ডেঃ সঙ্গীতা সাহা , ২৭ নম্বর ওয়ার্ডেঃ অসীম সরকার , ২৮ নম্বর ওয়ার্ডেঃ মহিতোষ বিশ্বাস।
বিধানসভা ভোটের ফলের নিরিখে বহরমপুরে ভোট নিয়ে আশাবাদী গেরুয়া শিবির। অবশ্য তাতে আমল দিতে রাজি নয় তৃণমূল।