
মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ একুশের ভোটে বহরমপুরে চেনা মুখে ভরসা রাখল বিজেপি। বিজেপি প্রার্থী হচ্ছেন সুব্রত মৈত্র, যিনি বহরমপুরে কাঞ্চন মৈত্র হিসেবেই পরিচিত।

দীর্ঘ দিনের কংগ্রেসের কাউন্সিলার কাঞ্চন মৈত্র ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আবার ২০১৯ এর ২৭ জুন বহরমপুরে এক সভায় তিনি তৃণমূল ছেড়ে যোগ দেন গেরুয়া শিবিরে।
বহরমপুর শহরের চেনা মুখেই এবার ভরসা রাখল বিজেপি শিবির। ২৩ তারিখ সকালে প্রকাশিত প্রার্থী তালিকায় প্রকাশিত হল তার নাম। আগের দফায় বহরমপুর কেন্দ্র ফাঁকা রাখায় উৎকণ্ঠা ছিল বিজেপি মহলে। শোনা যাচ্ছিল একাধিক হেভিওয়েটের নামও।

প্রার্থী হয়ে কাঞ্চন ধন্যবাদ জানিয়েছন বিজেপি নেতৃত্বকে।
তিনি বলেন, বহরমপুর নিয়ে ৩১ বছরের যে মীথ আছে, তাকে ভেঙে দিয়ে বিজেপি’কেই জেতাবেন মানুষ।

তবে বিজেপি’র পুরোনো নেতাদের বাদ দিয়ে কিম্বা হেভিওয়েট কাউকে না নিয়ে এসে সদ্য দলে যোগ দেওয়া একজনকে প্রার্থী করায় বিস্মিত বিজেপি মহলও ।















