এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

বহরমপুরে রুদ্ধদ্বার কর্মীসভা আভাস, মিনাক্ষীর । পঞ্চায়েত ভোটে ভরসা যুবরা ?

Published on: March 14, 2023

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ সাগরদিঘির ভোটের ফলে বসন্ত বাতাস বাম শিবিরেও। তবে কী হবে পঞ্চায়েত নির্বাচনে ? ভোট এগিয়ে আসতেই ঘর গোছাতে নেমে পড়েছে সব শিবির।কর্মীসভা শুরু করেছে তৃনমূল। পিছিয়ে থাকতে রাজি নয় সিপিআই(এম) ও। এবার নির্বাচনে যুবদের উপর অনেকটাই নির্ভর করছে বাম শিবির । বাড়তি গুরুত্ব পাচ্ছে যুবরাও। এবার সেই যুব কর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন ডিওয়াইএফআই, সিপিআই(এম) নেতারা। এদিনের রাজনৈতিক সাংগঠনিক কর্মশালা থেকে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিল ডিওওয়াইএফআই’এর মুর্শিদাবাদ জেলা কমিটি। পঞ্চায়েত নির্বাচনে কিভাবে সিপিআই(এম) এর যুব সংগঠন ডিওয়াইএফআই মাঠে ময়দানে লড়াই করবে তাঁর রূপরেখা তৈরি হয় এদিনের কর্মশালা থেকে । মঙ্গলবার বহরমপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে হয় এই সভা। এদিন সভায় বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখ্যার্জী, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, প্রাক্তন রাজ্য সভাপতি আভাস রায় চৌধুরী , মুর্শিদাবাদ জেলা সম্পাদক সন্দীপন দাস, জেলা সভাপতি সৈয়দ নুরুল হাসান । কিছু না বললেও এদিন সভায় উপস্থিত সিপিআই(এম)’এর জেলা সম্পাদক জামির মোল্লা ।

বর্তমানে সিপিআই(এম)’এর কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী যুবকর্মীদের কার্যত রাজনীতির পাঠ দেন। অর্থনীতি থেকে প্রতিদিনের রাজনীতির কথা কীভাবে মানুষের কাছে নিয়ে যেতে হবে সেই নিয়ে করেন দীর্ঘ আলোচনা। অনেক গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী দাঁড় করে বিজেপি বা তৃনমূল যে কোন এক দলকে হারানোর প্রবণতা নিয়েও কর্মীদের সতর্ক করেন আভাস রায়চৌধুরী। আভাস বলেন, এখন বামেরা এগচ্ছে। অনেকে ভুল বোঝাতে চাইবে। বলবে সবাই মিলে এক হয়ে তৃণমূলকে হারাতে হবে বা বিজেপি’কে হারাতে হবে। তাদের কথায় কান দিলে চলবে না। দুই দলই জনবিরোধী। তৃনমূল, বিজেপি-দুই দলকেই হারাতে হবে। আভাস রায়চৌধুরীর সাফ বার্তা, তৃণমূলকে হারাতে বিজেপি’র সাথে কোন রকম বোঝাপড়া করা যাবে না । তবে কংগ্রেসের সাথে নির্বাচনী জোট নিয়ে কার্যত আশাবাদী ছিলেন বক্তারা। এদিন কর্মীসভায় মিনাক্ষী বলেন, বুথে বুথে গ্রামের মানুষকে নিয়ে সংগঠন গড়ে তুলতে হবে। নির্বাচনের পরিকল্পনার পাশাপাশি প্রতিদিনের সংগঠন শক্তিশালী করার আহ্বানও জানান যুব নেতারা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now