এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

বহরমপুরে এক বেসরকারি সংস্থার টেকনিশিয়ানের দেহ উদ্ধারে চাঞ্চল্য

Published on: September 23, 2020

নিজস্ব প্রতিবেদন: বহরমপুরে এক বেসরকারি সংস্থার টেকনিশিয়ানের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম বাপন প্রধান। নবগ্রামের সুকিগ্রামের বাসিন্দা। পরিবার সুত্রে জানা যায়, বহরমপুরে পঞ্চাননতলা এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকত সে। মঙ্গলবার দুপুরে ঘরের দরজা না খোলায় সহকর্মীরা খবর দেন পরিবারকে। ইতিমধ্যেই বহরমপুর থানার পুলিশকে খব্র দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাস্পাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। সেখান থেকে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। নবগ্রামের সুকিগ্রাম থেকে পরিবারের লোকজন বহরমপুরে ছুটে আসেন। বুধবার দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। যদিও তরুণের মৃত্যুতে ধোঁয়াশায় পরিবার। মৃতের দাদার দাবি, পারিবারিক কোন ঝামেলা ছিল না। কি কারনে মৃত্যু তদন্ত ক্রুক পুলিশ।

বহরমপুরে এক বেসরকারি সংস্থার টেকনিশিয়ানের দেহ উদ্ধারে চাঞ্চল্য from IMAGIN CTv on Vimeo.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now