বহরমপুরে ইন্দিরা মূর্তি ভাঙল কে ? শুরু বিতর্ক Berhampore Indira Statue Destroyed

Published By: Madhyabanga News | Published On:

রিয়া সেনঃ বহরমপুরে সৈদাবাদ মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠের বাইরে ইন্দিরা গান্ধীর মূর্তি ভাঙা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । বৃহস্পতিবার সকালে দেখা যায় ভাঙা হয়েছে ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তি । উধাও মূর্তির মাথা। কীভাবে ভাঙা হল ইন্দিরা গান্ধীর মূর্তি ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। অধীর রঞ্জন চৌধুরী বলেন, এটা পুলিশ প্রশাসনের দেখা উচিত। অন্যায় হয়েছে ইন্দিরা গান্ধীর মূর্তি ভাঙা। আমরা চরম নিন্দা করছি। সিসিটিভি চলছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন অধীর। পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হীরু হালদার অবশ্য বহরমপুর শহরের আইন শৃংখলা নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘটনার নিন্দায় সরব হয়েছেন স্থানীয়রাও।
তৃণমূল কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ জেলা কমিটির সভানেত্রী শাওনী সিংহ রায় অবশ্য কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন স্থানীয় কংগ্রেস কাউন্সিলারের দিকে। শাওনী বলেন, মূর্তি ভেঙেছে দুষ্কৃতীরা। এটা দুঃখের, লজ্জার । এটা অবাক হওয়ার মতো বিষয় যে , একটি ওয়ার্ডে মূর্তি ভাঙা হল, স্থানীয় কংগ্রেস কাউন্সিলার এতটাই উদাসীন যে মূর্তি রক্ষা করতে পারলেন না তিনি । রাতের অন্ধকারে তারাই যে কিছু করছেন না এটা বলা যায় না। অপরাধীদের শাস্তি চেয়েছেন শাওনী। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, , পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় জানিয়েছে যে মূর্তি রিপেয়ার করে দেওয়া হবে।