বহরমপুরেই সোনাঝুরির হাট

Published By: Madhyabanga News | Published On:

বহরমপুর এর গ্রান্ট হল ময়দান এইমুহূর্তে যেন আস্ত একটা খোয়াই এর হাট বা সোনাঝুরি হাট | আর এই সোনাঝুরির হাটের উদ্বোধনী অনুষ্ঠানে ঝুমুর গানে পা মেলালেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শাওনি সিংহ রায় | এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার মুখ্য উপদেষ্টা নাড়ুগোপাল মুখার্জী, পৌর প্রশাসক স্বরূপ সাহা সহ বিশিষ্ট জনেরা |

মুর্শিদাবাদ ক্রিয়েটিভ ফাউন্ডেশন ও মুর্শিদাবাদ জেলা হস্তশিল্প গোষ্ঠীর উদ্যোগে ও পৌরসভার সহযোগিতায় বহরমপুর গ্রান্ট হল প্রাঙ্গনে বসেছে এই সোনাঝুরি হাট | মুর্শিদাবাদ সোনাঝুরি হাট এবছর ২য় বর্ষে পা রাখলো | সোনাঝুরি বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে শান্তিনিকেতন, খোয়াই নদী, সোনাঝুরি বন, পলাশবনি, আর হস্তশিল্পের বিরাট হাট | তবে মুর্শিদাবাদ থেকে বীরভূম অনেকটাই দূরে |

তবে এবার আর খোয়াই হাট অনেক দূরে নয় | আপনার বাড়ির কাছেই খোয়াই হাট | বহরমপুর এর গ্রান্ট হল প্রাঙ্গন সেজে উঠেছে হস্তশিল্পের সম্ভারে | এই হাট চলবে ২৬ শে ডিসেম্বর পর্যন্ত চলবে | এদিন এই হস্ত শিল্পের হাটে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষও | সোনাঝুরি হাটের প্রথম দিনেই বেশ জনসমাগম দেখা গেলো গ্রান্ট হল প্রাঙ্গনে | এই মেলায় এসেছেন জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা | এছাড়াও হাওড়া, পুরুলিয়া, দক্ষিণদিনাজপুর, বীরভূম থেকেও এসেছেন শিল্পীরা | কোনো স্টল এ পাওয়া যাচ্ছে হাতে তৈরী জুয়েলারি, আবার কোনো স্টল সেজেছে বাঁশি, একতারা দিয়ে |

পাওয়া যাচ্ছে পাঞ্জাবি, সোলার কাজ, বড়ি, পাঁপড় আরও অনেক কিছু | এর সাথে রয়েছে সোনাঝুরি হাটের সব থেকে বেশি আকর্ষণ, খোয়াই হাটের মাহালি ঝুমুর নাচ | ঝুমুর শিল্পীরাও জানাচ্ছেন বীরভূমের খোয়াই হাটের বাইরে এসে মুর্শিদাবাদের মানুষ কে এই নাচ দেখাতে পেরে তাঁরাও আনন্দিত |