বহরমপুরঃ সেন বাড়ির দুর্গাপুজো, প্রস্তুতি শুরু রথেই

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ রথেই শুরু দুর্গাপুজোর প্রস্তুতি। সেন বাড়িতে শুরু দেবীর আবাহন । প্রতিবছরই রথের রশিতে টান পড়ার সঙ্গে সঙ্গেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যায় । হয় বনেদি বাড়ির দুর্গাপুজোর কাঠামো পুজোও । বহরমপুরের বিখ্যাত সেন বাড়ির পুজো দীর্ঘদিনের প্রাচীর । দীর্ঘদিনের রীতি অনুযায়ী শুক্রবার রথের দিন কারিগর ও পুরোহিত দিয়ে কাঠামোর ওপর গঙ্গামাটি প্রলেপ করা হয়। বাড়ির ঠাকুরদালানেই হয় দুর্গাপুজোর সূচনা । ১৮৯৬ সালে সেন বাড়িতে দুর্গাপুজো শুরু করেন রাধাকৃষ্ণ সেন। যদিও এর মূল হোতা ছিলেন রাধাকৃষ্ণ সেনের বিধবা কন্যা বিন্দুবাসিনী দেবী । সেন বাড়ির প্রতিমা সাবেক একচালার প্রতিমা । প্রতিমা নির্মাণ কাজ রথযাত্রার দিন শুরু হলেও প্রথা মেনে ভাদ্র মাসে দেবীর নির্মাণকাজ বন্ধ থাকে। এরপর মহালয়ায় চক্ষুদান হয় দেবীর ।