বস্তির ছেলেমেয়েদের টিউশন পড়াচ্ছেন ট্রাফিক গার্ডরা

Published By: Madhyabanga News | Published On:

বন্ধ স্কুল। পড়াশোনার কী হবে গরীব পাড়ার শিশুদের ? শুধু প্রশ্ন না করে নিজেই উদ্যোগ নিয়েছেন ট্রাফিক গার্ডরা।  সাউথ-ওয়েস্ট ট্রাফিক গার্ড, ওসি প্রসেনজিত চ্যাটার্জির নেতৃত্বে কলকাতার মাঝেরহাট মধু বস্তির শিশুদের জন্য চালু হয়েছে এই টিউশন।

 

করোনা অতিমারীর প্রভাবে  দেড় বছরের ওপর বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, যার ফলে অনলাইন ক্লাস, টিউশন ইত্যাদি এখন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। তবে অনেকের  পক্ষে অনলাইন ক্লাস  বা টিউশন, দুইই সুদূর কল্পনা। সেরকমই  মাঝেরহাট মধু বস্তির শিশুরা, যাদের দিন কাটে দারুণ অর্থকষ্টের মধ্যে, গত দেড় বছরে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে যাদের পড়াশোনা। এবার এই শিশুদের সাহায্য করতে এগিয়ে এসেছে সাউথ-ওয়েস্ট ট্রাফিক গার্ড, ওসি প্রসেনজিত চ্যাটার্জির নেতৃত্বে। যতদিন না ইস্কুল খুলছে, ততদিন প্রতি সন্ধ্যায় দুঘণ্টা করে টিউশন ক্লাসে যোগ দেবে এই শিশুরা।