বলেছিল বিয়ে করবে, স্কুল ছাত্রীর টাকা নিয়ে সামশেরগঞ্জে উধাও যুবক

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বলেছিল বিয়ে করবে। তাই বাড়ির সিন্দুক ভেঙে টাকা গয়না দিয়েছিলেন প্রেমিককে। স্কুল পড়ুয়া  কিশোরীর কাছ থেকে টাকা, সোনার গয়না হাতিয়ে চম্পট দিল যুবক! এই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে  ধুলিয়ানে।

অভিযোগ, বাড়ি থেকে ডেকে কুড়ি হাজার টাকা, সোনা হাতিয়ে গা ঢাকা দিয়েছে ওই  যুবক। কিশোরীর পরিবারের পক্ষ থেকে সামসেরগঞ্জ থানায় বৃহস্পতিবার লিখিত অভিযোগ দায়ের করা হয়ছে। তবে কিশোরী বা কিশোরীর পরিবার কেউই ওই যুবকের সম্পূর্ণ ঠিকানা জানেন না বলে জানান।

স্কুলের যাওয়ার নাম করে বাড়ি থেকে পালিয়েছিল  ছাএী।বহু খোঁজাখুঁজি করার পর কিশোরীকে সামসেরগঞ্জের নতুন বাজার এলাকা থেকে পারিবারের লোকজন উদ্ধার করে। যদিও ছাত্রীর দাবি, বান্ধবীর বাড়িতে ছিল সে। অভিযুক্ত  যুবক পলাতক। পরিবারের দাবি, কিশোরীর সঙ্গে দু বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল যুবকের। তব এখন ওই যুবক ফোন ধরছেন না। দেখাও করছেন না। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

See also  Kanyashree: বিয়ে রুখে কন্যাশ্রী দিবসে পুরস্কৃত মুর্শিদাবাদের তিন কন্যা