বর্ষা আসতেই পিচরাস্তা নিয়ে ভয়ে ডোমকল

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৫জুনঃ বর্ষা আসতেই ভাঙ্গাচোরা পিচরাস্তা নিয়ে ভয়ে ডোমকলের মানুষ। ডোমকল এসডিও  মোড় থেকে গোধনপাড়া অবধি ১০ কিলোমিটার রাস্তার বেহাল দশায় নাজেহাল  সকলে। বর্ষা আসলে আরো খারাপ হবে রাস্তা, বাড়ছে আশঙ্কা। রাস্তাজুড়ে খানা খন্দর আর জমা জল। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

রাস্তার জমা জল গাড়ি যাতায়াতে সময় ছিটকে পড়ছে বাড়ির ঘরে ও দেওয়ালে। গত বর্ষা থেকেই চলছে এই অবস্থা, জানাচ্ছেন স্থানীয়রা।  অনেকদিন থেকেই সমস্যায় ভুগছেন গাড়িচালক সহ যাত্রীরা, অসুস্থ   কোন রোগী থেকে প্রসূতি এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার উপায় নেই। মুর্শিদাবাদ জেলা পরিষদের অধীন এই রাস্তার মেরামত চাইছেন ডোমকলের মানুষ।  সাধারণ মানুষ থেকে পথচারী সকলেই চাইছেন অতি দ্রুত রাস্তা সংস্কার করা হোক ।