বন্ধ ট্রেন, বন্ধ উপার্জন- করুন অবস্থায় ওরা

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ শুনশান চারিদিক- নেই মানুষের কোলাহল। নেই সময় মতো গন্তব্যে পৌছনোর তাড়া, নেই ছোটাছুটি, ব্যস্ততা- আর নেই দোকানে দোকানে মানুষের উপচে পরা ভিড়। করোনা আবহে থমকে গিয়েছে সময়।- রেল স্টেশন রয়েছে ঠিকই শুধু নেই সেই হুড়োহুড়িটা। করোনা আবহে দীর্ঘ চার মাসের ওপর ট্রেন পরিষেবা স্তব্ধ থাকায় একলা পরে আছে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন। আর একলা ট্রেনকে আঁকড়ে ধরে থাকা অসংখ্য ব্যবসায়ী, দোকানদার, ফেরিওয়ালা, রিক্সা চালক। ট্রেন চলছে না, তাহলে স্টেশন লাগোয়া দোকান চলবে কি করে? যাত্রী নেই, রিক্সার চাকাই বা ঘুরবে কি ভাবে? তবুও অগ্যতা প্রতিদিন দোকানের ঝাঁপ খুলে বসছেন অনেকেই। অগ্যতাই স্টেশন চত্বরে এসে অপেক্ষায় থাকছেন রিক্সা চালকরাও। যদিও একটু উপার্জন হয়।

রোজগার নেই, জমানো পুঁজি দিয়ে দিন চলছে কোনরকমে। কিন্তু এভাবে আর কতদিন?

স্টেশন চত্বরে মশলামুড়ি বিক্রি করতেন, আজ তিনিই মাস্ক বিক্রেতা।

চোখে মুখে একরাশ হতাশা আর অনিশ্চয়তা স্টেশন লাগোয়া ব্যবসায়ীদের। কি ভাবে আবার ঘুরে দাঁড়াবেন- বুঝে উঠতেই পারছেন না।

ট্রেন পরিষেবা সচল না হলে- বিকল্প আয়ের পথ খোঁজা ছাড়া উপায় নেই, বলছেন অনেকেই।

স্টেশন লাগোয়া সেই চায়ের দোকানে, খাবারের হোটেলে, মিষ্টির দোকানে- কেউ আসেন না, এখন আর কেউ গ্যারেজে- সাইকেল বা বাইকও রাখেন না, এক সময়ে যাত্রীদের তেষ্টা মেটাতেন, ক্লান্তি দূর করতেন, আজ তারাই থাকছেন অভুক্ত।