Madhyabanga News:দুর্ঘটনায় হারিয়েছেন দুই সন্তানকে। সন্তান হারানোর ছায়ায় আচ্ছন্ন ছিলেন মুর্শিদাবাদের রানীতলা থানা এলাকার এক দম্পতি। যদিও ইচ্ছে জাগে আবারো বাবা-মা হওয়ার। ফলে চিকিৎসকের দ্বারস্থ হন তারা। একদিকে বয়সজনিত সমস্যা অন্যদিকে দুই সন্তান লাভের পরে বন্ধ্যাত্বকরণ অস্ত্রোপচার অর্থাৎ লাইগেশন হওয়ায় জটিলতাও ছিল। তবে তার পরেও সন্তান লাভের সুখ পেলেন দম্পতি। অসম্ভবকে সম্ভব করে বহরমপুরের লীলা সেবায়ন নার্সিংহোম আবারো নজির গড়ল। শুক্রবার ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন ৪০ উর্দ্ধ ওই মহিলা। আর এমনটা সম্ভব হয়েছে রিক্যানালাইজেশন’ নামে একটি অস্ত্রোপচারের মাধ্যমে। লীলা সেবায়ণ নার্সিংহোমের স্ত্রীরোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, লাইগেশনে দু’টি ফ্যালোপিয়ান টিউব কিছুটা কেটে বেঁধে দেওয়া হয়। যাতে ডিম্বাণু ও শুক্রাণু মিলিত না হতে পারে। রিক্যানালাইজেশন-এর অর্থ ফের টিউবের বাঁধা অংশ খোলা এবং কাটা অংশ জুড়ে দেওয়া। এর সাফল্যের হার খুবই কম। তবে অসম্ভব নয়। আর এই চিকিৎসায় সফল হয়ে গত নভেম্বরে ফের অন্তঃসত্তা হন সন্তানহারা মা। বহরমপুর শহরেই অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার মাধ্যমে বিরল এই সফলতার দৃষ্টান্ত গড়ল লীলা সেবায়ন নার্সিংহোম।
বিরল এই ঘটনায় আশার আলো জেগেছে চিকিৎসা পরিষেবায়। খুশির হাওয়া নার্সিংহোম জুড়ে। সন্তান পেয়ে খুশি দম্পতি।
বন্ধ্যাত্বকরণের পরেও সন্তান লাভ! নজির গড়ল লীলা সেবায়ন নার্সিংহোম
Published By: Madhyabanga News |
Published On: