বন্ধনে লোন নিয়েও পেঁয়াজ চাষে ক্ষতি সুতিতে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  কেউ চার বিঘা জমিতে পেঁয়াজ চাষ মহাজনের কাছ থেকে সুদ নিয়ে  করেছেন কেউ আবার বন্ধনে লোন নিয়ে পেঁয়াজ চাষ করেছেন।  কষ্ট করে শ্রম দিয়ে চাষবাস করেও দুশ্চিন্তা তাদের সঙ্গী । ফলন কম, দাম একেবারেই নেই, এদিকে চাষবাসের খরচ- সব নিয়েই হিমশিম খাচ্ছেন সুতির পেঁয়াজ চাষিরা।

সুতি ২ নম্বর ব্লকের মহিশাইল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামের পেঁয়াজ চাষীদের কপালে চিন্তার ভাঁজ। এখন জমি থেকে পেঁয়াজ তুলে বস্তা ভর্তি করে তা বিক্রির তোরজোড় চলছে। কিন্তু পেঁয়াজের দাম নিয়েই অসন্তুষ্ট চাষিরা। বাজারে পেঁয়াজের দাম চড়া যদিও যারা চাষ করছেন তারা আর্থিক সঙ্কটে। পেঁয়াজ চাষিদের কথায়, বর্তমানে কুইন্টাল প্রতি ৬০০-৭০০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে পেঁয়াজ । ফলে চাষের খরচ টুকুও উঠছে না তাদের। ক্ষতির মুখে সর্বশান্ত হওয়ার উপক্রম।
আবহাওয়ার খামখেয়ালিপনায় পেঁয়াজ চাষে ক্ষতি হয়েছে এবার। চলতি মরশুমে বৃষ্টি হলে আরও ক্ষতির আশংকা।
এই অবস্থায় ব্লক প্রশাসনের কাছে পেঁয়াজের রক্ষণাবেক্ষণ  এবং সহায়ক মূল্য নির্ধারণের দাবি তুলেছে কৃষকরা ।