মধ্যবঙ্গ নিউজ, বহরমপুরঃ জঙ্গিপুরের পুলিশ সুপারের পর এবার সাগরদিঘির বিডিওকে বদলে ফেলল সরকার। শুক্রবার মুর্শিদাবাদ জেলার তিনজন বিডিও ও একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটের বদলির নির্দেশ এসেছে নবান্ন থেকে। তারমধ্যে সাগরদিঘির বিডিও সুরজিৎ চট্টোপাধ্যায়ের নাম ও আছে। নির্দেশ অনুয়ায়ী ২০১৪ ব্যাচের এই আমলাকে নদিয়ার কল্যাণীর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রশিক্ষণ কেন্দ্রের ওএসডি করে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় ২০১৪ ব্যাচের দার্জিলিংয়ের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেকটরেট সঞ্জয় সিকদারকে আনা হয়েছে। ওই নির্দেশিকা অনুসারে দার্জিলিংয়ে ওই পদে বদলি করা হয়েছে রঘুনাথগঞ্জ ২ এর বিডিও সৌরভ বসুকে। ২০২১ সালের ডব্লিউবিসিএস ব্যাচের দেবোত্তম সরকারকে রঘুনাথগঞ্জ ২ এর বিডিও করা হয়েছে। দেবোত্তম এতদিন কার্শিয়াংয়ে শিক্ষানবীশ আমলা হিসেবে কর্মরত ছিলেন। সামসেরগঞ্জের বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডাকে পাঠানো হয়েছে পূর্ব বর্ধমানে। আর এক নতুন আমলা সুজিত চন্দ্র লোধকে হুগলি থেকে এনে সামসেরগঞ্জের বিডিওর দায়িত্ব দিয়েছে নবান্ন। ২০০৮ ব্যাচের আমলা দিব্যেন্দু মজুমদারকে পশ্চিম বর্ধমানের জেলাপরিষদের ডেপুটি সেক্রেটারি করে পাঠানো হয়ছে। মুর্শিদাবাদ জেলার এই ডেপুটি ডিএল ও এলআর ও সাগরদিঘি উপনির্বাচনের রিটার্নিং অফিসার পদে ছিলেন। উপনির্বাচনের তৃণমূল, জোট প্রার্থীর কাছে হেরে যায়। ফল বেড়োনোর সাত দিনের মাথায় জঙ্গিপুরের পুলিশ সুপার ভোলানাথ পান্ডেকে সরিয়ে দেওয়া হয়। এবার পনের দিনের মাথায় জঙ্গিপুরের একসঙ্গে চার আমলার বদলিতে জেলায় ফের শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
বদলি সাগরদিঘির বিডিও , রিটার্নিং অফিসারের। শুরু রাজনৈতিক তরজা। আগেই বদল পুলিশ সুপার
Published By: Madhyabanga News |
Published On: