বড়ঞার বিধায়কের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন যুব সভাপতি

Published By: Madhyabanga News | Published On:

Madhyabanga News: মুর্শিদাবাদের বড়ঞায় তৃনমূলের গোষ্ঠী কোন্দলের জল গড়াল হাইকোর্ট অবধি।বিধায়ক বনাম প্রাক্তন যুব তৃণমূল সভাপতির দ্বন্দ্ব আরও তীব্র। এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বড়ঞা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা প্রাক্তন যুব সভাপতি মাহে আলম। সোমবার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে মামলা দায়ের করতে হাইকোর্টে পৌঁছন মাহে আলম। আইনজীবী ইমতিয়াজ কবিরের সাথে আইনি পথে মাহে আলম।
উল্লেখ্য, দিন কয়েক আগেই মাহে আলম এর বিরুদ্ধে বিধায়কের প্যাডে লেখা একটি চিঠি প্রকাশ্যে আসে। যে চিঠিতে মাহে আলমের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আনেন বিধায়ক। শুরু হয় তরজা। বিধায়কের করা সেই চিঠিকে চ্যালেঞ্জ জানিয়ে, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্র করে যুব তৃণমূল সভাপতির পদ থেকে সরানো হয়েছে এই দাবি নিয়ে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হল।