বৃষ্টির পরেও বাড়ি ফেরে নি দু’জনে ; মাঠে যেতেই দৃশ্য দেখে আঁতকে উঠলেন গ্রামের মানুষ

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  লালগোলায় বজ্রাঘাতে প্রাণ গেল মামা ও  ভাগ্নের ।  শুক্রবার মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত যশইতলা অঞ্চলের ভাটুপাড়া উঁচুডিহিতে এই দুর্ঘটনা ঘটে  । মৃতদের  নাম জাকির হোসেন ও   শারিকুল ইসলাম । বছর দশেকের শারিকুল জাকির হোসেনের ভাগ্নে। দুজনেই মাঠে  কাজে গিয়েছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, জমিতে সেচ দিতে গিয়েছিল দুপুর দুটো নাগাদ । তার কিছুক্ষণ পরেই শুরু হয় বৃষ্টি, হয় বজ্রাপাত। স্থানীয় বাসিন্দা আব্দুল রহব জানান, সেই সময় তিনিও মাঠে ছিলেন. বৃষ্টি শুরু হতেই বাড়ি ফিরে যান। কিন্তু মামা  ও ভাগ্নে জমিতে সেচের জল চলায় মাঠের মধ্যে একটি গাছের নীচে আশ্রয় নেন।

আর সেখানেই বজ্রাঘাতে দুজনের  মৃত্যু ঘটে। বৃষ্টি কমলেও ফিরে না আসায় স্থানীয়রা মাঠে গিয়ে দেখেন  জাকির হোসেন ও শারিকুলের  নিথর দেহ। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পরেন আত্মীয় সজনেরা।