বজ্রাঘাতে মুর্শিদাবাদে মৃত্যু ৩ জনের ! বুধবার ২ জনের গিয়েছে প্রাণ। ২ দিনে মৃত ৫

Published By: Madhyabanga News | Published On:

রবীন্দ্রনাথ কৈবর্ত ও মাসুদ আলি,  কান্দি ও  সামসেরগঞ্জঃ  বুধবারের পর বৃহস্পতিবারও বজ্রাঘাতে মৃত্যু হল জেলায়। বৃহস্পতিবার জেলায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ৩ জনের।  মুর্শিদাবাদে  বুধবার  বজ্রাঘাতে মৃত্যু হয়েছে  ২ জনের।  খড়গ্রামের নগরে  বজ্রাঘাতে মৃত্যু হয় এরমান সেখ নামের  এক যুবকের।  সুতির বাহাগোলপুরে মৃত্যু হয় ৬৯ বছরের একরাম আলির।  বৃহস্পতিবার  সামসেরগঞ্জ থানার লক্ষীনগরে বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবকের, আহত হয়েছেন আরও তিনজন। মৃত যুবক ফারাক্কার বাসিন্দা , নাম সালাউদ্দিন শেখ। ফরাক্কা থানার মহেশপুর গ্রাম পঞ্চায়েতের এনায়েতনগর গ্রামের বাসিন্দা বৃহস্পতিবার দুপুরে সামসেরগঞ্জ থানার লক্ষীনগরে আসেন। পাশেই গঙ্গার ধারে কয়েকজন নৌকা ডাঙায় তুলছিলেন। সেই সময় তাঁদের সঙ্গে কাজে হাত লাগান সালাউদ্দিন শেখ। নৌকা ডাঙায় তোলায় সময় শুরু হয় ঝড়বৃষ্টি। তখনই বজ্রাঘাতে গুরুতর আহত হন চারজন। স্থানীয় বাসিন্দারা চারজনকে উদ্ধার করে সামসেরগঞ্জের অনুপনগর হাসপাতালে নিয়ে যান। সেখানেই সালাউদ্দিন শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

সালারে ভর দুপুরে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে  দুজনের।  আহত হয়েছেন  আরও দুজন। জমি লাগোয়া খামারে  কাজ করার সময় ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে সালারের কাগ্রামে একটি খামারে কাজ করছিলেন বেশ কয়েকজন কৃষক । দুপুরে হঠাতই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় বজ্রাঘাতে আহত হন চারজন। তাঁদের উদ্ধার করে  সালার গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় জুড়ে। মৃত     জন হাবিব সেখ ও নেকবক্সে সেখ কাগ্রাম  এলাকারই বাসিন্দা।