ব্যক্তিগত বচসা থেকেই চলে এলোপাথাড়ি গুলি। মুর্শিদাবাদের চর কাকমারি সীমান্তে দুই জওয়ানের মধ্যে গুলির লড়াই কেড়ে নিল দুজনেরই প্রাণ! সোমবার সকালে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তি সাগরপাড়া থানার অন্তর্গত কাকমারি চর এলাকায় ঘটল এই ভয়ংকর ঘটনা । নিহতরা বিএসএফের ১১৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ান। মৃত দুই হেড কনস্টেবল এর নাম জনসন টোপো এবং শেখরান্ত।
সাগরপাড়া থানার পুলিশ দুটি দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। খবর পেয়ে বিএসএফ আধিকারিকরাপ ঘটনাস্থলে যান, দুই বিএসএফ জওয়ানের মৃত্যু প্রসঙ্গে বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রনটিয়ার এর ডিআইজি এস এস গুলেরিয়া জানান তদন্ত হচ্ছে। থানায় এফআইআর হয়েছে।
ঘটনাস্থলে যান জলঙ্গি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শোভন দাস । প্রশ্ন উঠছে, কী কারনে দুই সহকর্মীর মধ্যে বাক বিতণ্ডা? যা তদন্ত সাপেক্ষ বলেই জানান আধিকারিকরা ।
সীমান্ত রক্ষার দায়িত্ব যাদের কাঁধে, তাদের মধ্যেই কেন হারাচ্ছে সহিষ্ণুতা? কোথাও কি অতিরিক্ত মানসিক চাপ? মনোবিদের কথায় ‘বার্ন আউট’ ‘এর ফলেই এই রকম সমস্যা হচ্ছে । মনোবিদ ডাঃ রুদ্রপ্রসাদ চক্রবর্তী জানান, এই রকম ক্ষেত্রগুলিতে বিএসএফ জওয়ানদের অত্যন্ত মানসিক চাপের মধ্যে কাজ করতে হয়। আমাদের সুরক্ষায় যারা নিয়োজিত তাদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় হয়তো ততটা নজর দেওয়া হচ্ছে না।