মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মুর্শিদাবাদে যুবককে কুপিয়ে খুন। মৃত্যু হয়েছে রেজাউল হোসেন নামের এক যুবকের। মুর্শিদাবাদের শক্তিপুর থানার সোমপাড়া এক নম্বর অঞ্চলের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা রেজাউল হোসেন বুধবার বিকেলে এক চায়ের দোকানে চা খাচ্ছিলেন। তখনই তার উপর হামলা হয়। মৃত যুবকের পরিবারের অভিযোগ, গরুর চিকিৎসার জন্য ওই যুবককে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয় । তারপরেই চায়ের দোকানে যখন ওই যুবক রেজাউল হোসেন চা খাচ্ছিলেন তখন এক দুষ্কৃতী জনসমক্ষেই তাকে কোপাতে শুরু করে । গুরুতর যখম রেজাউল কে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রেজাউল পেশায় ছিলেন পশু চিকিৎসক।
ফোন করে ডেকে নিয়ে গেল, তারপর এই কান্ড; শক্তিপুরে চায়ের দোকানে যুবককে খুন
Published on: September 29, 2022















