কোভিড মোকাবিলায় ফেসবুক গ্রুপ

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৫মেঃ  ফেসবুক খুললেই যখন করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পোস্ট। বহরমপুরের শহরের একদল যুবক যুবতী নেমে পড়েছেন মানুষকে অভয় দিতে। বলছেন, আতঙ্কে নয়। সতর্ক থাকুন। খোঁজ দিচ্ছেন ওষুধ, হাসপাতাল, চিকিৎসার।

ফেসবুকে তৈরি করেছেন, ‘কোভিড হেল্পডেস্ক- মুর্শিদাবাদ’ নামের ফেসবুক গ্রুপ।

সেখানে পোস্ট করলে সাধ্যমতো সমস্যা সমাধানের চেষ্টায় গ্রুপের সদস্যরা। কোন ওষুধ না পাওয়া গেলে, দোকানে দোকানে খুঁজে সদস্যরা জানিয়ে দিচ্ছেন কোথায় পাওয়া যাবে সেই ওষুধ। কোভিড আক্রান্তদের বাড়িতে ‘হোম ডেলিভারি’র হদিশ থেকে অক্সিজেন পরিষেবার ফোন নাম্বার , হন্যে  হয়ে খোঁজাখুঁজিতে মুশকিল আসান হয়েছেন গ্রুপের সদস্যরা।

কোভিডের সাথে লড়াইয়ে বাড়তি সাহায্য করছেন গ্রুপের চিকিৎসকরা।

গ্রুপে চিকিৎসক জয়দীপ গাঙ্গুলী, রামিজ রাজা, গৌরব কুমার দাস, সাগ্নিক সরকাররা এগিয়ে এসেছেন এই গ্রুপে। আতঙ্কে থাকা মানুষকে ভরসা দিচ্ছেন। কমেন্টে, ইনবক্সে জানিয়ে দিচ্ছেন কোন সমস্যায় প্রয়োজন হবে কোন ওষুধের। ফেসবুক ব্যবহার করেই  কথা বলছেন রোগীদের সাথে। টেলিমেডিসিন পেয়ে নিশ্চিন্ত হচ্ছেন অনেকেই। কোভিড ১৯ নিয়ে গ্রুপে লিখছেন চিকিৎসকরা।

হাসপাতালে হাসপাতালে খোঁজ নিয়ে বেড ফাঁকা আছে কিনা, সেটাও জানিয়ে দিচ্ছেন গ্রুপের সদস্যরা। গ্রুপের সদস্য সংখ্যা চার হাজারেরও বেশি।

‘মানুষের পাশে দাঁড়াতেই আমাদের এই প্রচেষ্টা। সেরকম কোন অর্থবল আমাদের নেই, আমরা কোন এনজিও নই। তবে সাধ্যমতো মানুষের কাছে বিভিন্ন তথ্য, সহযোগিতা পৌঁছে দিচ্ছি’, জানাচ্ছেন  গ্রুপের সদস্য সুশৈলী চট্টোপাধ্যায়।

‘ফেসবুক’এ মুখ গুঁজে ‘সময় নষ্ট’ করার অপবাদ মুছে ‘ভরসা’ যোগাচ্ছ হেল্পডেস্ক।