ফের সেবায় মুর্শিদাবাদের কোভিড যোদ্ধারা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৬মেঃ নিজেরা হারিয়েছেন করোনাকে। লড়াই করেছেন অসুখের সাথে। বুঝেছেন, মনোবল হারানো চলবে না। করোনা থেকে সেরে উঠে করোনার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে এবার কলকাতা রওনা দিচ্ছেন মুর্শিদাবাদের কোভিড যোদ্ধারা।

কোভিড১৯’এর প্রথম ঢেউয়ের বিরুদ্ধে এরা লড়েছিলেন কলকাতার বিভিন্ন হাসপাতালে গিয়ে। এই বছর প্রশাসনের ডাকে আবার কাজে যোগ দিচ্ছেন মুর্শিদাবাদের কোভিড যোদ্ধারা।

করোনা রোগীদের সহযোগিতায় ২০২০ সালে প্রথম  মুর্শিদাবাদ কোভিড ১৯  ওয়ারিওর ক্লাবের পথ চলা শুরু হয়েছিল । গত বছর এই কোভিড যোদ্ধারা কলকাতায় বিভিন্ন সরকারি হাসপাতালে করোনা রোগীদের  চিকিৎসায় সাফল্যের সাথে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। এবারও করোনা রোগীদের সহায়তায় ফের ডাক পেলেন মুর্শিদাবাদের কোভিড যোদ্ধারা ।

রবিবার মুর্শিদাবাদ জেলা শাসক শরদ কুমার  দ্বিবেদী , মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার, কোভিড ওয়ারিওর ক্লাবের সম্পাদক  ডাঃ অমরেন্দ্র নাথ রায় সহ প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে হয় বৈঠক।

যোদ্ধাদের অভিনন্দন জানান প্রশাসনিক কর্তারা।  জেলার প্রায় ৩০ জন কোভিড যোদ্ধা গেলেন  কলকাতায়। তারা বিভিন্ন হাসপাতালে কাজে যোগ দেবেন।  রাজ্য জুড়ে আবারও নজির গড়ল মুর্শিদাবাদ।

বিগত বছরের অভিজ্ঞতা এবারেও কাজে লাগবে বলেই মনে করছেন মুর্শিদাবাদের কোভিড যোদ্ধারা।