এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ফের মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের

Published on: November 13, 2023

নিজস্ব সংবাদদাতা, সমসেরগঞ্জঃ ভিন রাজ্যে কাজে গিয়ে আবারও মৃত্যু হল এক পরিযায়ীর। রবিবার রাতে দিল্লীতে মৃত্যু হয় সফিকুল শেখের (২৬)। পরিবার সূত্রে জানা গিয়েছে ধুলিয়ান পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের লক্ষীনগর এলাকার বাসিন্দা সাফিকুল চার মাস আগে দিল্লিতে রাজমিস্ত্রীর কাজে যায়। ১৫ই নভেম্বর সেখান থেকে বাড়ি ফেরার কথা ছিল। তার আগেই পরিবারের কাছে খবর আসে তাঁদের ছেলে ছাদ থেকে পরে মারা গিয়েছে। সফিকুলের মা বলেন, ইদের এক সপ্তাহ পরে কাজে গিয়েছিল, দিন কয়েক পরেই ফেরার কথা ছিল। কিন্তু আর ফিরল না। যুবকের মৃতদেহ বাড়িতে ফেরার অপেক্ষায় পরিবারের সদস্যরা। এদিকে ভিন রাজ্যে কাজে গিয়ে একের পর এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় আতঙ্কিত পরিযায়ী শ্রমিক পরিবারের সদস্যরা। দূরদেশে কাজে যাওয়া শ্রমিকদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now