ফের ভাঙন জেলা কংগ্রেসে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ৭ ফেব্রুয়ারিঃ কংগ্রেস দপ্তরে তৃণমূল হানা। এবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বহরমপুরে কংগ্রেস দপ্তরের দায়িত্বে থাকা শান্তনু বিশ্বাস । শান্তনু বাবুর দাবি, দীর্ঘদিন জেলা কংগ্রেস দপ্তরের ট্রেজারার, অফিস সেক্রেটারি হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। ছিলেন দলের সহ সভাপতিও।
তিনি জানান, “ ওখানে কোন নিয়ম নেই” । তবে এদিন জয়ন্ত দাসের বিরুদ্ধে ক্ষোভও জানান তিনি । বহরমপুর পশ্চিম কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি মহম্মদ জালালউদ্দিনও এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
জালালউদ্দিন সেখও এদিন বলে, কংগ্রেস তাকে সম্মান দেয় নি।
তবে জেলা কংগ্রেস জয়ন্ত দাসের বক্তব্য, জালালউদ্দিনকে যোগ্য সম্মান দিয়েছিল দল আর শান্তনু বিশ্বাস দলের কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন না। অসততার কারণে তাকে দলের দায়িত্ব থেকে সরানো হয়েছিল। যোগদানকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না জয়ন্ত দাস। শান্তনু বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ শোনা যায় এদিন জয়ন্ত দাসের গলাতে।
মমতা ব্যানার্জির জেলা সফরের আগে এই যোগদানে কার্যত উৎসাহী তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা। জেলা কংগ্রেস সভাপতি, সাংসদ আবু তাহের খান জানান, শুধু এই দুইজনই নয়, এদের সাথে এক হাজার জন কংগ্রেস কর্মী তৃণমূলে যোগ দেন।