ফের বাড়বে শীত ! সূত্র হাওয়া অফিসের Murshidabad Weather Report

Published By: Madhyabanga News | Published On:

নিম্নচাপ কেটে যেতেই আবারও তাপমাত্রা কমবে ,এমনটাই জানা গিয়েছে  আবহাওয়া দফতর সূত্রে  । সোমবার আলিপুর আবহাওয়া দফতর জানায় মঙ্গলবার রাত থেকেই আবারো তাপমাত্রা কমবে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জায়গায় । তবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আরো দু দিন হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তারপর থেকেই পারদ পতনের কথা শুনিয়েছে হাওয়া অফিস। কথায় আছে ‘মাঘের শীত বাঘের গায়ে লাগে ’, তাই মাঘের মাঝামাঝি সময়ে শীতের পারদ নামলেও তা খুব একটা মারাত্মক না বলেই জানাচ্ছেন অনেক আবহাওয়া বিজ্ঞানী।ক্রমাগত বিভিন্ন ঝঞ্ঝার কারণে বঙ্গবাসী কে এখনো শীতের প্রকোপ হয়তো আরো কিছুদিন সহ্য করতে হবে ।

নিম্ন চাপের কয়েকদিন মুর্শিদাবাদ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫° র আশেপাশে থাকলেও আগামী কয়েকদিনে পারদ বেশ নামবে বলেই জানা যাচ্ছে। মুর্শিদাবাদ জেলার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১১°র আশেপাশে ছিল । তবে এবার গাঙ্গেয় বঙ্গের জেলা গুলিতে সেই তাপমাত্রা কমে প্রায় ৭° র কাছাকাছি যেতে পারে বলে খবর ।স্পষ্টতই বোঝা যাচ্ছে বসন্ত ঋতু আসার আগে এই দফাই হয়তো শীতের শেষ কামড়।