মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ফের পথদুর্ঘটনা মুর্শিদাবাদের বড়ঞায় । বৃহস্পতিবার রাতে ধর্মীয় জালসা শুনতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের । গুরুতর জখম আরও ৩ জন।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে বড়ঞা থানার বররপুর এলাকা থেকে বেশ কয়েকজন একটা গাড়ি ভাড়া করে হরিমাটি যাচ্ছিলেন ধর্মীয় জলসা শুনতে। বৃহস্পতিবার সন্ধ্যায় যাওয়ার সময় বড়ঞা থানার অন্তর্গত কুলি সাঁইথিয়া রাজ্যে সড়কের ওপর রামরামপুরে একটি দাড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা মারে গাড়িটি।
দুর্ঘটনায় আহত হন ৫ জন। আহতদের কে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়া বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে মুস্তাকিন সেখ ও সুমন সেখের মৃত্যু হয়।
সোমবার সকালে বড়ঞায় পথদুর্ঘটনায় মৃত্যু হয় চার যুবকের।