ফের দলনেত্রীর মুখোমুখি মুর্শিদাবাদের নেতা বিধায়করা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ, বহরমপুরঃ ফের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন মুর্শিদাবাদের নেতারা। তবে তা ভার্চুয়ালি। আর তা সর্বসমক্ষেই হবে বলে তৃণমূল দল সূত্রে জানা যায়। দলীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা দেড়টায় দলনেত্রী মুর্শিদাবাদের নেতা বিধায়কদের নিয়ে ভার্চুয়াল সভা করবেন। জেলার বিধায়ক, সাংসদ সহ তৃণমূলের দুই জেলার সভাপতি, চেয়ারম্যানদের এই “গুরুত্বপূর্ণ ভার্চুয়াল আলোচনা সভায়” উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। সাধারণত তৃণমূলের সাংগঠনিক সভায় সাংবাদিকদের উপস্থিতিতে রাশ টানা থাকে। কিন্তু রবিবারের দলীয় বৈঠকে সাংবাদিকদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে তৃণমূল দলের পক্ষ থেকে। কলকাতায় নেতাদের সঙ্গে শুক্রবারের মুখোমুখি বৈঠকের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতে কেন নেতাদের নিয়ে ফের ‘দিদি’ বৈঠক করবেন তা নিয়ে তৃণমূলের সর্বস্তরে কৌতূহল তৈরি হয়েছে। বিশ্বস্ত সূত্রে খবর, শুক্রবার কালীঘাটের বৈঠক ফেরত এজেলার নেতাদের মধ্যে সাগরদিঘির ভোট সংক্রান্ত বিষয়ে আলোচনা নিয়ে ভুল বোঝাবুঝি শুরু হয়েছে। তা নিরসনের জন্যই এই বৈঠক ডেকেছেন মমতা। আর তা সাংবাদিকদের সাক্ষী রেখেই যা বলার বলবেন বলে দাবি দলের এক বর্ষীয়ান নেতার।