মামুন আব্দুল কায়েম, ডোমকলঃ কেরালায় রাজমিস্ত্রীর কাজে গিয়ে আবারও দুর্ঘটনায় মৃত্যু মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া জলঙ্গির টিকরবাড়িয়া এলাকায়। মৃতের নাম মফিজুল হক, বয়স ২৭ । পরিবার সূত্রে জানা গিয়েছে এলাকায় কাজ না থাকায় দীর্ঘদিন ধরে কেরলে রাজ মিস্ত্রীর কাজ করতেন জলঙ্গির টিকরবাড়িয়া মফিজুল হক। রবিবার কেরলে ঢালাইয়ের কাজ করছিলেন মফিজুল হক। সেই সময় নির্মাণের বেশ কিছুটা অংশ ভেঙে তার মাথার উপর পড়ে। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় তরতাজা যুবকের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যুবকের মৃত্যু সংবাদ বাড়িতে আসতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে মাস খানেক আগে বাড়ি থেকে আবারও কাজে গিয়েছিলেন তিনি । মর্মান্তিক এই ঘটনায় শোকেয় ছায়া পরিবার জুড়ে। মৃতদেহ ফেরার অপেক্ষায় তার পরিবার।
ফের কেরালায় মৃত্যু জলঙ্গির যুবকের। মাত্র ২৭ বছর বয়সেই সব শেষ
Published By: Madhyabanga News |
Published On:
