ফের আগুন আতঙ্ক মুর্শিদাবাদ মেডিক্যালে, হুড়োহুড়ি

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ০৬ এপ্রিলঃ মঙ্গলবার  দুপুরে  আগুন আগুন চিৎকার, হুড়োহুড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। আতঙ্ক ছড়িয়ে পড়ে চিকিৎসা করাতে আসা মানুষের মধ্যে।

যদিও কেউ আগুন দেখতে পাননি বলেই জানান। ওপিডি বিল্ডিং’এর চারতলায় আতঙ্ক ছড়ায়। দৌড়ে পালানোর চেষ্টা করেন অনেকে।

যদিও পরিস্থিতি মোকাবিলায় হাজির হয় দমকল এবং পুলিশের বাহিনী। ঘটনায়  অসুস্থ হয়ে হয়ে পড়েন অনেকে।

তবে, কেন আগুন আতঙ্ক ছড়ালো, কীভাবেই বা আতঙ্ক ছড়িয়ে পরল সেই নিয়ে দ্বন্দ্বে হাসপাতাল কতৃপক্ষ । ঘটনায় উঠে আসছে হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সাথে এক রোগী পরিবারের বচসার কথাও। সেই বচসা থেকেই হুড়োহুড়ি ছড়ায় বলে মনে করছেন অনেকে।

 

 

এর আগে ২৪ জানুয়ারি আগুনের ফুলকি দেখা যায় মেডিক্যাল কলেজের ডায়ালিসিস ইউনিটে।