ফের অনাস্থা গ্রাম পঞ্চায়েতে, কান্দির সাহোড়ায় অনাস্থা আনল তৃণমূলই

Published By: Madhyabanga News | Published On:

দলের নির্দেশে রয়েছে গ্রাম পঞ্চায়েতে আনা যাবেনা অনাস্থা। অনাস্থার আগে জানাতে হবে দলের জেলা নেতৃত্বকে। বন্ধ রাখতে হবে অনাস্থার প্রক্রিয়া। এসবের মধ্যেই ফের অনাস্থা কান্দির বড়ঞা ব্লকের সাহোড়া গ্রাম পঞ্চায়েতে। মঙ্গলবার অনাস্থার তলবি সভায় অপসারিত হলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মানসী বাগদী।

পঞ্চায়েত প্রধান মানসি বাগদি’র বিরুদ্ধে পঞ্চায়েতেরই ২০ জন সদস্যের মধ্যে ১৭  জন সদস্য অনাস্থা আনেন। বিক্ষুব্ধদের  দাবি গ্রাম  পঞ্চায়েত প্রধান উন্নয়নের কাজ করছেন না।  তলবি সভায় অবশ্য উপস্থিত ছিলেন না প্রধান ও এক সদস্য। ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অনাস্থার সভায় প্রধান আস্থা প্রমাণ করতে পারেন নি। স্বাভাবিক ভাবেই তিনি অপসারিত হন।

তলবি সভাকে ঘিরে কড়া নিরাপত্তা ছিল   সাহোড়া গ্রাম  পঞ্চায়েত অফিস চত্বরে । গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুভেন্দু চক্রবর্তী মঙ্গলবার বলেন, ” দলকে জানিয়েছিলাম। কিন্তু দলের ব্লক সভাপতি প্রধানের সাথেই ছিলেন। গ্রামের মানুষের কথা ভেবেই  অনাস্থা আনা হয়েছে” ।