ফেরার তৃনমূল নেতা তহিরুদ্দিনকে বহিষ্কার করল দল

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ জলঙ্গীর সাহেবনগরে এনআরসি বিরোধী আন্দোলনকারীদের উপর গুলি চালিয়ে খুনের অভিযোগে অভিযুক্ত ফেরার তৃনমূল ব্লক সভাপতিকে অবশেষে দল থেকে বহিষ্কার করল তৃনমূল। বৃহস্পতিবার রাতে তৃনমূলের দলীয় সভায় এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। উল্লেখ্য, এবছর ২৯ শে জানুয়ারি জলঙ্গী ব্লকের সাহেবনগরে গুলিতে মৃত্যু হয় আনারুল বিশ্বাস ও সানাউদ্দিন সেখ নামে দুই গ্রামবাসীর। এই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন জলঙ্গীর উত্তর তৃনমূল ব্লক সভাপতি তহিরুদ্দিন মণ্ডল ও তাঁর অনুগামীরা। বিরোধীরা প্রশ্ন তুলেছেন, অভিযুক্ত তৃনমূল নেতার এতদিন পাশে থেকে হঠাৎ কেন সাত মাস পর এই সিদ্ধান্ত। কংগ্রেসের কটাক্ষ- নোংরা জামা গায়ের থেকে ঝেড়ে ফেলে নতুন বস্ত্র পরিধান করে বলা হচ্ছে খুব স্বচ্ছ একটি দল। প্রশ্ন হচ্ছে- জলঙ্গী কাণ্ডে মূল অভিযুক্ত তহিরুদ্দিন কোথায়?

বিজেপি নেতা বলেন, বাংলার প্রশাসন চাইলেই গ্রেপ্তার করতে পারত অভিযুক্তকে। ২১ এ বাংলার মানুষ যোগ্য জবাব দেবে।

বিরোধীদের অভিযোগকে পাত্তা না দিয়ে তৃনমূল নেতার পাল্টা দাবি- বিরোধীদের অপ্রপচারের সীমা নেই। দল থেকে বহিষ্কার করার ক্ষেত্রে একটু সময় লেগেছে ঠিকই কিন্তু পুলিশ পুলিশের মতো কাজ করছে।