এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ফারাক্কা ব্যারেজে শুরু রাস্তা সংস্কার, একদিক বন্ধ । হাতে সময় নিয়ে রাস্তায় বেরোতে হবে এবার

Published on: November 7, 2022

মিলন সরকারঃ  শুরু হল মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারাজের ওপর বেহাল রাস্তা সংস্কারের কাজ । ফরাক্কা ব্যারেজ কতৃপক্ষ  সূত্রে খবর খবর,  প্রায় দুমাস ধরে চলবে এই রাস্তা সংস্কারের কাজ । সোমবার ফারাক্কা ব্যারেজের উপর ৮ নম্বর গেট থেকে ১৬ নম্বর গেট পর্যন্ত  রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে । উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একমাত্র যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ফরাক্কা ব্যারেজের ৩৪ নম্বর এই জাতীয় সড়ক।

রাস্তা সংস্কারের জন্য প্রায় দু’মাস সড়ক পথের একটি দিক বন্ধ থাকবে এবং আরেকটি দিক খোলা থাকবে বলে জানা যাচ্ছে ফরাক্কা ব্যারেজ সুত্রে । রাস্তা সংস্কারের সময় যানজট রুখতে  ফারাক্কা পুলিশ প্রশাসন ও ফারাক্কা ব্যারেজ কতৃপক্ষ বিশেষ পরিকল্পনাও করেছে ।  তবে প্রশাসন সূত্রে খবর, রাস্তায় গাড়ির গতি কম থাকবে এই সময়ে। একদিক বন্ধ থাকায় জানজটও হতে পারে। সেক্ষেত্রে হাতে সময় নিয়ে রাস্তায় বেরোতে হবে বলেই মনে করছেন পরিবহণ কর্মী থেকে প্রশাসনিক কর্তারা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now