এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ফারাক্কায় দুর্ঘটনা, মৃত্যু সিআইএসএফ মহিলা কনস্টেবলের

Published on: February 15, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৫ ফেব্রুয়ারিঃ ফারাক্কা ব্যারেজের কাছে 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল মহিলা সিআইএসএফ কন্সেটেবলের। ফরাক্কায় সিআইএসএফ কন্সেটেবল দর্জি কাজে কর্মরত ছিলেন আসামের বাসিন্দা বছর ৫৮ এর ভুমিকা বাসনেট। ওই সিআইএসএফ কন্সেটেবল ফরাক্কার দিক থেকে স্কুটিতে করে ফারাক্কা এনটিপিসি একটি ক্যাম্প যাচ্ছিলেন। সেই সময় ফারাক্কা 34 নম্বর জাতীয় সড়কে ফারাক্কা ব্যারেজের মুখে ট্রেলারের পাশ দিয়ে যেতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।ট্রেলারের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার । স্থানীয় পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘাতক গাড়িটিকে আটক করেছে ফরাক্কা থানার পুলিশ।
মৃতের নাম ভুমিকা বাসনেট, তিনি আসামের বাসিন্দা। ঘাতক গাড়িটিকে আটক করেছে ফরাক্কা থানার পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now