এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ফারাক্কায় কেন্দ্রীয় দল। ১০০ দিনের কাজের খোঁজ

Published on: January 28, 2023

শুক্রবারের পর শনিবারও ফারাক্কায় ১০০ দিনের কাজ খতিয়ে দেখতে ফারাক্কায় ঘুরলেন  কেন্দ্রীয়  দল। শনিবার সকাল থেকে ফারাক্কার বেওয়া ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজের হাল হকিকত  খতিয়ে দেখলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এদিন বেওয়া ১ গ্রাম পঞ্চায়েতের শিকদারপুর , বেওয়া গ্রাম বেশ কিছু এলাকায় গিয়ে খোঁজ নিলেন কাজের। যারা কাজ করেছেন তাঁদের সাথে কথা বললেন তারা। কাজ ঠিকমতো হয়েছে কিনা তাও  দেখেন আধিকারিকরা । গত কাল তারা ফারাক্কায় নয়নসুখ পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজ দেখতে গিয়েছিলেন।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now